আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

জেলা প্রশাসকের পূজা মন্ডব পরিদর্শন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নের্তৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। রবিবার মহা-নবমির দিন সন্ধ্যায় তিনি ফকিরহাট উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের জন্য আহবান জানান।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম ও বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। তিনি মানসা কালী মন্দিরের দূর্গা মন্দির, ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের দূর্গা মন্দির, আট্টাকী শ্রী শ্রী শীতলা মন্দিরের দূর্গা মন্দির, বেতাগা মোমতলা দুর্গা মন্দির ও বেতাগা বাজার দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ