খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২৫১ নং হোগলাপাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আসমা আক্তার(২৭) সহ ২ বোন আহত হয়েছে। রোববার রাতে মোরেলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়কের মাঝিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের রাত ১১ টায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষানদল গ্রামের ছালাম মাঝির মেয়ে ফিরোজা বেগম(৩৮) ও ছোট বোন শিক্ষিকা আসমা আক্তার ঔষধ কেনার জন্য অটো ভ্যানে পল্লীমঙ্গল বাজারে রওনা হয়। পথিমধ্যে মাঝিবাড়ির এলাকায় পৌঁছালে একই গ্রামের জামাল ফরাজীর নেতৃত্বে ৩/৪ জন তাদের উপর হামলা চালায়। হামলায় আহত দুই বোনকে পথচারীরা উদ্ধার করে।
আহত ফিরোজা বেগম জানান, ২০ অক্টোবর তার বৃদ্ধ পিতাকে মারপিট করে আহত করায় ঘটনা ঘটে। আহত তার পিতা এখনও খুলনা মেডিকেলে ভর্তি রয়েছেন। এ ঘটনায় দুলাল ফরাজীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই জের ধরে তাদের উপর হামলা চালানো হয়।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভাষানদল গ্রামে মারপিটের ঘটনায় ইতোপূর্বে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুর্নরায় হামলার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।