আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

গোদাগাড়ীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

 

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহী গোদাগাড়ীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বিসর্জনের আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা, মিষ্টিমুখ,ছবি তোলার ও ঢাকের তালে নাচ গানের আনন্দ-উৎসব।
মঙ্গলবার(২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে গোদাগাড়ীর কেন্দ্রীয় মন্দিরের প্রতিমা পদ্মা নদীতে (হাটপাড়া ঘাটে) শঙ্খ আর উলুধ্বনি, ঢাকঢোলের সনাতনী বাজনায় প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল । পুরো উৎযাপনে পুলিশ,নৌ পুলিশ, বিজিবি,র‍্যাব,ও আনসার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে গেছেন। প্রতিমা বিসর্জন দেখতে হাটপাড়া ঘাটে শতাধিক মানুষ হাজির হন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোদাগাড়ী শাখা সভাপতি ও গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি শ্রী শান্ত কুমার মজুমদার বলেন, মহামারী করোনাভাইরাস থেকে পরিত্রাণের জন্য ও দেশের সকলের মঙ্গল কামনায় মায়ের নিকট প্রার্থনা করা হয়েছে বলে জানান তিনি।

এবার গোদাগাড়ী উপজেলা ৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ