আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

পালিত হল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের ভলান্টারী সার্ভিস ক্লাবের ২ বছর পুর্তি

 

মোকাব্বির আলম সানি নিজস্ব প্রতিবেদক :

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়া ক্যাম্পাসের কয়েকজন কৃতী ছাত্র,ছাত্রীর মাধ্যমে DIU Voluntery Service Club এর যাত্রার শুরু।যেখানেই দন্ত স এর স্বাচ্ছন্দ্য,স্বেচ্ছা,সেবা শব্দগুলো সেখানেই হয়তো সুখ এই ক্লাব এর।তাই ২ বছর এর উদযাপনেও এই শব্দগুলো থেকে দূরে নয় সুখ ছড়ানোর এই ক্লাব!গত ২৪ তারিখ ভলান্টিয়ারদের আগমনে মুখরিত হয়ে উঠেছিলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাস। সবুজের সমারহে মাঠের এক পাশে শ্রদ্ধ্যেয় শিক্ষকদের সাথে কেক কাটার মাধ্যমে উদযাপন করে। ভার্সিটি ক্যাম্পাসে কর্মচারীগণের মধ্যে সচেতনতামূলক মাস্ক বিতরণ ও ছিল তাদের উদযাপনের একটি অংশ।ক্যাম্পাসের আশে পাশে একশত গাছ লাগিয়ে দুই বছর পালন ছিল অসাধারণ এক কর্মসূচি।
তাছাড়া বিগত কয়েক মাস করণা মহামারী তেও সর্বদা প্রস্তুত ছিলো ক্লাবের প্রতিটি সদস্য।বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়ানো থেকে শুরু করে সামাজিক সচেতনতা মুলক নানা কার্যক্রমে তৎপর ছিলো। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষে আয়োজন করা হয়েছিলো কিছু ইভেন্ট, যেগুলাতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে উঠেছিলো এক আনন্দ মেলার।
হাসি ফোটানো যাদের মূল চাহিদা তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে হাসি সংগ্রহ করে,
কারণ তারা হাসি সংগ্রহকারী।
ভলান্টারী সার্ভিস ক্লাবের প্রতি রইল বিশেষ শুভকামনা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ