আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু মহাজোটের শাড়ি বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব তহবিল :

সনাতনধর্মী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ধামরাই উপজেলা শাখার পক্ষ থেকে ভক্তদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে ২৩,২৪ ও ২৫ শে অক্টোবর রোজ শুক্রবার, শনিবার ও রবিবার ধামরাই পৌরসভার বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের মাঝে প্রায় দেড় শতাধিক বস্ত্র (শাড়ি)বিতরণ করেন হিন্দু মহাজোটের ধামরাই উপজেলা শাখার সভাপতি শ্রী সুব্রত পাল, সাধারণ সম্পাদক শ্রী মিলন কান্তি রায় ও উপজেলা যুব হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক মনোরঞ্জন ধর মনু।
এ’সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল, সিনিয়র সহ-সভাপতি শ্রী খগেশ চন্দ্র রাজবংশী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ