মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রী জাহানারা খাতুন (৮) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
জানা যায়, শিশু জাহানারা গতকাল শনিবার সকালে মায়ের উপর অভিমান করে নিজ শয়ন ঘরে সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আত্রাই থানার ওসি মোঃ মোসলেম উদ্দিন বলেন, যেহেতু শিশু মেয়ে অভিমান করেই আত্মহত্যা করেছে। এ ছাড়া নিহত শিশুর স্বজন ও এলাকাবাসীর কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।