আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

হালদার মৎস্য সম্পদ রক্ষায় ডলফিনকে বাঁচাতে হবে

 

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষা করতে হলে ডলফিনকে বাঁচাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে হালদা নদীর দুইপাড়ের জনগণকে এ ব্যাপারে সচেতন হতে হবে। বর্তমান সরকার হালদা নদীকে বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষণা করার জন্য সিন্ধান্ত গ্রহণ করেছেন । শনিবার (২৪ অক্টোবর) আর্ন্তজাতিক মিঠা পানির ডলফিন দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলার গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমি মিলনায়তনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া । এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী ও রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান যথাক্রমে এসএম রাশেদুল আলম ও এ কে এম এহসানুল হায়দার বাবুল। ইসাবেলা ফাউন্ডেশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুজ্জামান খাঁন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হালদা রক্ষা কমিটির সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিদ, আইডিএফএর প্রতিষ্ঠা সদস্য শহিদুল আমিন চৌধুরী । রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন। বক্তব্য দেন ৯নং গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে রাউজান ,ফটিকছড়ি ও বোয়ালখালি উপজেলার নির্বাহী কর্মকর্তা যথাক্রমে জোনায়েদ কবির সোহাগ, সায়েদুল আরেফিন ও আছিয়া খাতুন, হাটহাজারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ, হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা, গুমানমর্দ্দন ,ছিপাতলী উত্তর ও দক্ষিণ মাদার্শা ইউপি চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান, নুরুল আহসান লাভু, মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, এম আবদুল মজিদ, আইডিএফএর কর্মকর্তা ও বনবিভাগের কর্মকর্তা, ডিম সংগ্রহকারী ও পোনা উৎপাদনকারী,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ