আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

তাহিরপুরে ওয়াস কমিটিদের দক্ষতা,চাহিদা ও উদ্যোক্তামূলক বিষয় রিফ্রেসার ট্রেনিং অনুষ্ঠিত

 

তানভীর আহমেদ
বিশেষ প্রতিনিধিঃ

আজ,২৪ অক্টোবর ২০২০ইং শনিবার।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমাপুর গ্রামে,অক্সফাম(OXFAM) এর অর্থায়নে, এসডব্লিউএফ(SWF) এর বাস্তবায়নে ওয়াস কমিটিদের দক্ষতা,চাহিদা ও উদ্যোক্তামূলক বিষয় রিফ্রেসার ট্রেনিং অনুষ্ঠিত হয়।

উক্ত ট্রেনিং এ বক্তারা দক্ষতা, চাহিদা ও উদ্যোক্তামূলক বিষয় নিয়ে আলোচনা করেন।
তারা বলেন আমাদের সবার দক্ষতা আরো বৃদ্ধি করতে হবে।আমাদের কি কি চাহিদা প্রয়োজন তা আমাদের কে জানতে হবে।অনেক সময় দেখা যায় আমরা তা জানি না।তাই আমাদের এসব বিষয় গুলো জানতে হবে।
আমাদের কে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করতে হবে।
আর এসব বিষয় গুলো আপনাদের জানাতেই আজকে আমাদের এই মিটিং অনুষ্ঠিত।

উক্ত ট্রেনিং সঞ্চালন করেন অরবিন্দ দাশ-মাঠ সহায়ক।

এসময় কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন-পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ট্যাগ অফিসার-মোঃ হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিবিও সংগঠন-নেতা অজুদা বেগম,সার্বিক সহযোগীতায়-তাসরিন জাহান হবি।

আরো উপস্থিত ছিলেন যুব নেতা লুৎফর রহমান,মোশাহিদ মিয়া সহ উক্ত প্রশিক্ষণ নারী ওয়াস দলের ২৩ জন নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ