আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ কাপড়ের চালান আটক

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সীমান্তের বিশ্বম্ভরপুর উপজেলা ও সদর উপজেলার সীমান্তে ভারতীয় স্যুট,প্যান্টের কাপড় সহ মদের চালান আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) জোয়ানেরা।

বিজিবি সুত্রে জানা গেছে,নারায়নতলা বিওপির টহল দল (২৩ অক্টোবর) সীমান্ত পিলার ১২১৩/৮-এস এর নিকট ২’শত গজ বাংলাদেশের বিতরে।সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা নামক এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদের চালান আটক করেছে।যার মূল্য ৭২,হাজার টাকা।

অপরদিকে,চিনাকান্দি বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১১/১-এস এর নিকট আনুমানিক ২’শত গজ বাংলাদেশে বিতরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাপনা নামক এরিয়া হতে ১’শত ৪০ মিটার ভারতীয় স্যুট ও প্যান্টের কাপড় আটক করেছে।যার সিজার মূল্য ৭০হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি’র (ভারপ্রাপ্ত) অধিনায়ক মোঃ মেসবাহ উদ্দিন রাসেল জানান,আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং স্যুট/প্যান্টের কাপড় শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ