আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

মধুসূদন সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত সাগরদাঁড়ী কপোতাক্ষ নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

আক্তারুজ্জামান জুয়েল, কেশবপুর  :

আজ শুক্রবার বিকেলে কেশবপুরে কপোতাক্ষ নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কপোতাক্ষ নদের চিংড়া পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে সাগরদাঁড়ি ডাকবাংলো এসে এই নৌকা বাইচ প্রতিযোগীতা শেষ হয়। এই প্রতিযোগীতায় মোট ৬ টি নৌকা দল অংশ গ্রহন করে। নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম হয়েছেন গোপসানা নৌকা বাইচ দল দ্বিতীয় সাগরদাঁড়ি নৌকা বাইচ দল তৃতীয় লাড়িপাড়া নৌকা বাইচ দল । সাগরদাঁড়ি  মধুসূদন সমাজ কল্যান সংঘের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুরের সংসদ ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা  আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীন,সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু,  সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ.এম আমীর হোসেন, সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে,  সাগরদাঁড়ী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মেম্বর গৌতম কুমার রায়, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক সহ আওয়ামীলীগ নেতা জি এম আলতাফ হোসেন শাহিদুজ্জামান শাহীন ।  যুবলীগের  সাবেক সভাপতি আব্দুল আলিম প্রমুখ যুব মহিলালীগের রেহেনা পারভীন ও উপজেলা ছাত্রলীগের  আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানের সার্বিক তত্বাবাধনে ছিলেন মেম্বর সুভাষ কুমার নাথ।
ঐতিয্যবাহী এই নৌকা বাইচ দেখার জন্য নদের দু-ধারে নারী-পুরুষ দর্শকদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ