আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

রাঙ্গুনিয়ায় কঠিন চীবর দান অনুষ্ঠানে শীলানন্দ মহাস্থবির- মানব কল্যানে কাজ করা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় বুদ্ধ মহাধাতু চৈত্যে বৌদ্ধদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার মরিয়মনগর ইউনিয়নে গুমাইবিল বুদ্ধ মহাধাতু চৈত্য প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পর বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বুদ্ধ মহাধাতু চৈত্যের প্রতিষ্ঠাতা ও ধর্মীয় অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক শীলানন্দ স্থবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ’র নবনির্বাচিত চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন পরিষদ’র প্রধান সমন্বয়ক পূর্ন চন্দ্র মুৎসুদ্দী, সভাপতি রুপায়ন বড়–য়া, সাধারণ সম্পাদক এড্ভোকেট জয় বড়–য়া, যুগ্ম সম্পাদক সুব্রত বড়–য়া প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান ধর্মদেশক শীলানন্দ স্থবির বলেন, “ মানব কল্যানে কাজ করার বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। পৃথিবীর সকল জীবের সেবার জন্য পৃথিবীতে আগমন । তাই জীব হত্যা করা যাবেনা। মানুষকে সুখ দিতে না পারলেও কষ্ট দেয়া যাবেনা। নিজেকে প্রকৃত মানুষ হিসেবে আচার আচরণে বুঝাতে হবে। ”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ