আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে ৭ দিন বয়সী ছেলে নবজাতক উদ্ধার রাস্তা থেকে

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে জীবিত ৭ দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা। এর আগে রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়।

রবিউল করিম জানায়, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান। সেখানে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন। কাউকে না পেয়ে শিশুটিকে নিজ জিম্মায় নিয়ে যান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে নিয়ে যায়।

ধামরাই থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ছেলে শিশুটিকে উদ্ধার করে সুস্থ্য রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। একই সাথে কে এই শিশুটিকে ফেলে গেছে তার খোঁজ করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ