আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

গোদাগাড়ীতে  বাল্যবিবাহ ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধ আলোচনা সভা

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে জনপ্রতিনিধি,ইমাম ও নিকাহ রেজিস্ট্রারগনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
২০ (অক্টোবর ২০) সকালে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ।
প্রধান অতিথি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি (গোদাগাড়ী-তানোর-১), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, সহকারী (ভূমি) অফিসার মোসাঃ নাজমুন নাহার (শাওন), মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শারমিন (শাপলা),
গোদাগাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর কবির (তোতা), সহ বিভিন্ন মসজিদে ইমাম ও নিকাহ রেজিস্ট্রারগন এইসময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, বাল্যবিবাহ ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে জনপ্রতিনিধি ও ইমামগনকে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ