আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

চট্টগ্রামে বিপুল পরিমান ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

 

মোহাম্মদ আনোয়ার হোসেন :

চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও হাটহাজারী থানাধীন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১৬,৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

মুহাম্মদ আনোয়ার হোসেন চট্টগ্রাম থেকে : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মোটর সাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর ২০২০ ইং তারিখ ১৫৪০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন সামমহাজন ঘাটাস্থ এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি মোটরসাইকেল (চট্টমেট্রো-ল-১৫-৪০৬১) তল্লাশি করে ৯,৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি ১। মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা- মৃত নাছির উদ্দিন, সাং- গারাংগীয়া (গাজীর পাড়া), থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- মৃত ফজল করিম, সাং- গারাংগীয়া (রঙ্গীন পাড়া), থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামদের’কে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লক্ষ ৫০হাজার টাকা এবং উদ্ধারকৃত মোটর সাইকেলের আনুমানিক মূল্য ০২লক্ষ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর ২০২০ ইং তারিখ ১৩৪০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চৌধুরিহাট বাজারে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল মান্নান(৩২), পিতা-মৃত আব্দুল মুনাফ, সাং- মির্জাপুর , ৩নং মির্জাপুর ইউপি, ১নং ওয়ার্ড, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে ৬,৯২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামির ব্যবহৃত নম্বর ও রেজিস্ট্রেশন বিহীন ০১ টি মোটরসাইকেল সহ আটক করে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ৬০ হাজার টাকা এবং উদ্ধারকৃত মোটর সাইকেলের আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ