পরিমল চন্দ্র বসুনিয়া
বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছে হাজী মোহাম্মদ আবুল কালাম আজাদ।
নির্বাচনী তফসিল অনুযায়ী গত(২৪ ফেব্রুয়ারী)সোমবার মনোনয়ন পত্র সংগ্রহ করার দিন ছিল। সকাল ১০ থেকে বিকেল ৫টা পযন্ত মনোনয়ন সংগ্রহ করেন সভাপতি ও সম্পাদক পদসহ বিভিন্ন পদের প্রার্থীরা।
নির্বাচন নিয়ে আজ ১ মার্চ সাক্ষাৎকারে আন্ত:জেলা ট্রাক চালক কমিটির সভাপতি প্রার্থী হাজী মোহাম্মদ আবুল কালাম আজাদ, তিনি “দৈনিক আগামীর সংবাদ” কে বলেন, আমি ১৯৮৬ সনে নয়ারহাট আন্ত:জেলা ট্রাক চালক কমিটির প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পড়ে ১৯৯১ থেকে ১৯৯৮ পর্ষন্ত সম্পাদকের দায়িত্ব পালন করি।আমি দায়িত্বে থাকা অবস্থায় নয়ারহাটের যথেষ্ট উন্নয়ন ও শ্রমিকদের পাশে ছিলাম। যতদুর সম্ভব তাদের জন্য কাজ করেছি।
তিনি আরো জানান, বর্তমানে জাতীয় পার্টি রাজনীতির সাথে জড়িত। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ঢাকা-১৯ আসনে (দশম-একাদশ জাতীয় নির্বাচন) ২ বার নির্বাচন করেছি । এই নির্বাচনে সভাপতি পদে ৩ জন রয়েছে পলাশ, আবুল কালাম ও নাজিমুদ্দিন এবং সাধারণ সম্পাদক ১ জনই রয়েছে।
এক প্রশ্নের জবাব তিনি বলেন,আমি নির্বাচিত হলে আন্ত:জেলা ট্রাক চালকদের উন্নয়নের জন্য কাজ করবো। ট্রাক শ্রমিকদের পরিবারের জন্য ঢাকায় একটি স্কুল ও একটি চিকিৎসা কেন্দ্র তৈরী করবো। তাছাড়াও শ্রমিকদের সকল সুযোগ-সুবিধা ও অধিকার বাস্তবায়ন করবো। সারা বাংলাদেশে আন্তঃজেলার ট্রাক চালকদের সদস্য সংখ্যা প্রায় ৮০ হাজার, এদের মধ্য ভোটার সংখ্যা আনুমানিক ৩০ হাজারের মতো। সকল ভোটারদের কাছে সভাপতি প্রার্থী আবুল কালাম ভোট চেয়ে তাদের পাশে থাকার সুযোগ দেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, গত (২৬শে ফেব্রুয়ারী) বুধবার তিনি সভাপতি পদে গাবতলীতে নির্বাচন কমিটির কেন্দ্রীয় দপ্তরে মনোনয়ন জমা দেন।তিনি সকলের কাছে দোয়া,সহোযোগিতায় ও সমর্থন কামনা করেছেন এবং সরকার ও প্রশাসনের প্রতি সুষ্ঠ,সুন্দর ও একটি নিরপেক্ষ নির্বাচনের আশা করেছেন।