আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

সুজানগরে শ্বশুর বাড়িতে এসে জামাই নিহত

 

শেখ রেজাউল করীম রুবেল সুজানগর উপজেলা প্রতিনিধি, পাবনা:

পাবনার সুজানগরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে রাজন হোসেন (৪৫) নামে এক জামাই নিহত হয়েছে। নিহত রাজন পাবনা সদর উপজেলার বাংলাবাজার মহল্লার আশরাফ আলীর ছেলে। গত রোববার দিবাগত রাতে উপজেলার মধুপুর গ্রামে ওই হত্যার ঘটনা ঘটে।
সুজানগর থানা পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, রোববার রাত ৮টার দিকে উক্ত রাজন মটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি মধুপুর গ্রামে বেড়াতে আসে। রাত ১১টার দিকে স্ত্রী কামরুন্নাহারের সাথে তার প্রচণ্ড ঝগড়া হয় এবং এক পর্যায়ে সে স্ত্রীকে মারপিট করে। এরই জের ধরে তার শ্বশুর এবং শ্যালকসহ বাড়ির অন্য সদস্যরা তাকে বেধড়ক মারপিট করলে সে মারা যায়। এ অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে শ্বশুর কায়ুম খান এবং শ্যালক আব্দুর রাজ্জাক উক্ত রাজনকে ভ্যানযোগে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে এবং অসুস্থতার কথা বলে তাকে ডাক্তারদের চিকিৎসা দিতে বলেন। এক পর্যায়ে ডাক্তার তাকে চিকিৎসা দিতে এলে তারা পালিয়ে যায় বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সেলিম মোরশেদ জানান। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন বলেন এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মারপিট দিয়ে হত্যা করা হয়েছে। তবে তদন্তকালে হত্যার বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের ভ্যান চালক শামীমকে (৩০) গ্রেফতার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ