আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ধামরাইয়ে চেয়ারম্যান কে ফাসাতে গ্রাম পুলিশকে মারধর, গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে গ্রাম পুলিশকে মারধরের মামলার প্রধান আসামী ওবাইদুল্লাহ খাঁন (৫০ ) গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়। এর আগে, শনিবার (১৭ অক্টোবর) রাতে ধামরাই থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ফজল হক।গ্রেফতার ওবাইদুল্লাহ খাঁন ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের বাসিন্দা সে কৃষক দলের ধামরাই থানার সভাপতি।পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাবকে ফাঁসাতে ভিজিটির চাল বিক্রি কথা বলাতে গ্রাম পুলিশ ফজল হককে মারধর করেছে ওবাইদুল্লাহসহ আর কয়েকজন।

পরে ভুক্তভোগী ফজল হক গতকাল রাতে থানায় এসে মামলা দায়ের করলে আজ সকালে ওবাইদুল্লাহকে সাভার থেকে গ্রেফতার করা হয়। ধামরাই উপজেলার সোয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাব জানান ইতি পৃর্বেও তাকে মিথ্যা মামলা ও হত্যা চেষ্টা করেন গ্রেপ্তারকৃত ওবাইদুল্লাহ ও তার বাহিনী তিনি আরও জানান মিথ্যা ভাবে আমাকে ফাসাতে গিয়ে ওবাইদুল্লাহ তিনি নিজেই আজ গ্রেফতার হলেন পুলিশে হাতে। এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ফজল হকের করা মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ