আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

কুলাউড়ায় বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

রিমন মিয়া কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে শনিবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে শহরের উত্তরবাজার ও দক্ষিণবাজারে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অধিক মূল্যে আলু বিক্রয় ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের অভিযানে উত্তরবাজারের জীবন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, প্রগতি বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা, বৃষ্টি ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা ও কাঁচামালের ব্যবসায়ী রাজিব আহমদকে ১ হাজার টাকা এবং দক্ষিণবাজারের হেলি ষ্টোরকে ৫ হাজার টাকা ও স্বর্ণা ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৬টি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে কুলাউড়া উপজেলা পুলিশ অংশগ্রহণ করে।
সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, কুলাউড়া বাজারে আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ