আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

কাউখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে পুলিশিং বিট সমাবেশ অনুষ্ঠিত 

মতিউর রহমানঃ পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার, সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ সম্মূখে “ নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার
মোঃ হায়াতুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি মোঃ হায়াতুল ইসলাম খান সমাবেশ উপস্থিত সকলকে নারী নির্যাতনের বিরোধী শপথ বাক্য পাঠ করান। সমাবেশে সভাপতিত্ব করেন কাউখালী থানার সাব ইন্সপেক্টর মজিবুর রহমান। কাউখালীর আইন শৃঙ্খলা ভালো থাকায় ওসিকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ