আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে ওরা

নিজস্ব প্রতিবেদক

 

ছিন্নমূল পথশিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে ওদের চেষ্টার যেন কমন্তি নেই। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমে কমলমতি শিক্ষার্থীদের হাতে বই আর জ্ঞানের শূণ্যতা থেকে পূণ্যতায় ওদের মানবিয় চেষ্টা । এই প্রচেষ্টায় রয়েছে মমতামই একাধিক নারী ।
সরজমিনে ১ মার্চ সকালে
সাভারের আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ছিন্নমূল ওই স্কুলের উদ্যোক্তা আইরিন আক্তার রিয়ার সাথে কথা হয় প্রতিবেদকের ।
আইরিন জানান, ২০১৯ সালে কয়েক জন শিক্ষিত বেকার নারীরা মিলে উদ্যোগ নেন । শিক্ষার আলো থেকে ঝড়ে পড়া শিশুদের স্বপ্ন গুলোর কথা ভাবছিলেন তারা । তিনি জানান,‘সবাই স্বপ্ন দেখে, স্বপ্ন ছাড়া বাঁচে ক’জন ।কিন্তু আমাদের আসে পাশে এমন অসহায় অনেক শিশুরি স্বপ্ন রাস্তায় শেষ হয়ে যাচ্ছে , তাই ছোটদের স্বপ্ন গুলো শুরু হক স্কুলটি মধ্য দিয়ে’ এমন ভাবেই বলছিলেন তিনি । এরপর থেকেই ছোট পরিসরে শুরু করে স্কুল নির্মাণের কাজ । ছোট ছোট ৬টি টিনের কক্ষ নির্মাণ করেন বলে জানান তিনি ।
অন্যদিকে রোকেয়া নামে অপর উদ্যোক্তা জানান,‘আমরা বেশ কয়েক মিলে স্কুলটা নির্মাণ করেছি । এতে স্বল্প কিছু কিছু টাকা দিতে হয়েছে সবার । এখন প্রায় শতাধীন ছিন্নমূল শিশুদের শিক্ষা সেবা দেওয়া হচ্ছে ’বলে জানান তিনি। এসময় আরো বলেন,শিশুদের বিনা বেতনে পড়াশুনা করানো হচ্ছে ।তাতেই তাদের শান্তি হয় বলে স্বস্তি প্রকাশ করেন ।
স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়–য়া এক শিক্ষার্থী জানান,‘ম্যাডামরা আমাদের অনেক আদর করেন । আমাদের পড়াশুনা শেখায় বলে বেশ আনন্দ প্রকাশ করেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ