হাসান চৌধুরী, চট্টগ্রাম :
কিছুদিন পূর্বে কক্সবাজার সদর থানাধীন পিএমখালী এলাকার পনের বছর বয়সী ভিকটিম এক মেয়েশিশুর মা র্যাব-৭, চট্টগ্রাম এ অভিযোগ করেন যে, গত ০১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে মোঃ শাহাবদ্দিন (২৮) ও তার ০৩ জন সহযোগী মিলে তার ছোট মেয়েকে অপহরণ করে নিয়ে প্রায় দেড় মাস যাবত অজানা স্থানে আটকে রেখে ধর্ষণ করছে। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ ঘটনার সত্যতা যাছাই এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ধর্ষণকারী ও তার সহযোগীরা কক্সবাজার জেলার সদর থানাধীন এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে টানা ৩৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামী মোঃ শাহাবউদ্দীন (২৮) ও তার অপর তিন সহযোগী আরমান হোসেন (২৭), মোঃ নুরুল আলম (৩৮) ও লোকমান হাকিম (৩৪)’কে আটক করতে সক্ষম হয় র্যাব-৭, চট্টগ্রাম। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি মোঃ শাহাবউদ্দিন অপর ০৩জন আসামিকে নিয়ে ভিকটিমকে অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।