আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন দুই চা শ্রমিক

 

রিমন মিয়া কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে ছাগল উদ্ধার করতে গিয়ে একটি সেফটি ট্যাংকে পড়ে শ্বাসরুদ্ধ প্রাণ হারালেন চাচা ও ভাতিজা।

মৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকার বাউরী টিলার মৃত মোহন বাউরীর ছেলে দুর্গা চরণ বাউরী (৪৫) ও রাবন বাউরীর ছেলে চা শ্রমিক রাজু বাউরি (২৫)। তারা সম্পর্কে চাচা ভাতিজা ছিলেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

এঘটনা সম্পর্কে জানতে চাইলে চাতলাপুর বাগানের সভাপতি সাধন বাউরি জানান, বাউরি টিলা এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের প্রায় ৪০ ফুট গভীর একটি সেফটি ট্যাংকে দুইটি ছাগল পড়ে যায়। এক পর্যায় ছাগল উদ্ধার করতে দুর্গা চরণ বাউরী ট্যাংকের নিচে নামেন। অনেক্ষন যাবৎ চাচা ট্যাংকের নিচ থেকে উঠে না আসায় ভাতিজা রাজু বাউরি ট্যাংকের ভিতর নামেন চাচা দুর্গা চরণ বাউরীকে উদ্ধার করতে। অতঃপর আর উঠে আসতে পারেনি। ট্যাংকের ভিতরেই শ্বাসরুদ্ধ হয়ে দুজনই মারা যায়।

পরে ঘটনার খবর পেয়ে কুলাউড়া ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বিকাল ৪টায় ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করে।

এপ্রসঙ্গে আরো জানা যায়, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালেএ মর্গে প্রেরণ করা হবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ