আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাই যশোমাধব মন্দির কমিটি কর্তৃক স্টাফদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোনাস প্রদান

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় ধামরাইয়ের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে যশোমাধব মন্দিরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের সনাতনধর্মী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোনাস প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরে উক্ত মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ অজিত কুমার বসাক এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ’ সভায় স্টাফদের বোনাস দেওয়ার বিষয়ে বিষদ বিস্তারিত আলোচনায় উক্ত মন্দির পরিচালনা কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাসের প্রস্তাব মূল বেতনের ৬০ ভাগ দেওয়ার বিষয়ে সভায় উত্থাপিত হওয়ার পর এ’বিষয়ে সভায় উপস্থিত সকলে সহমত পোষণ করায় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে স্টাফদের বেতনের ৬০ ভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে আগামীতে স্টাফদের কর্ম দক্ষতার উপর ভিত্তি করে বেতনের ৮০ ভাগ বোনাস দেওয়ার প্রস্তাব করেন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমল ঘোষ। প্রস্তাবটি উপস্থিত সকলে সুবিবেচনায় রেখেছেন।

এ’সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী যশোমাধব মন্দির কমিটির সহ-সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদকদ্বয় শ্রী নন্দ গোপাল সেন, সাংগঠনিক সম্পাদক প্রান গোপাল পাল, সহ-সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, দপ্তর সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু), কোষাধ্যক্ষ রতন পাল প্রমূখ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভাশেষে যশোমাধব মন্দিরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের মাঝে বোনাস এর অর্থ হস্তান্তর করেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির
সহ-সভাপতি ডাঃ অজিত কুমার বসাক।
উল্লেখ্য বোনাস প্রদান প্রথা এবারই প্রথম শুরু করা হইল।
মন্দিরের পুরোহিত শ্রী উত্তম কুমার গাঙ্গুলি বোনাস এর অর্থ হাতে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে বলেন এটা কমিটির মহতী উদ্যোগ এটা যুগান্তকারী সিদ্ধান্ত তার জন্য যশোমাধব মন্দির কমিটির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যশোমাধব সকলের মঙ্গল করুক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ