আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

লালমনিরহাটে ফেনসিডিলসহ দুই মাদকসেবী আটক

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় একটি মোটরসাইকেল ও ১৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদকসেবীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার সন্ধ্যার দিকে জোংরা ইউনিয়নের পশ্চিম পানিয়াটারী সীমান্ত এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- উপজেলার জোংরা ইউনিয়ন পরিষদের আশরাফ আলীর ছেলে ও খালেদ মোর্শেদ টিটু (২৯) ও তার সহযোগী ঐ এলাকার যৌগিক চন্দ্র শিশিরের ছেলে যুগল কুমার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে টিটু ও যৌগিক কুমারকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাটগ্রাম থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ