আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ডিইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিএমএসএফ’র অভিনন্দন

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি

 

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে দেশের অন্যতম ও বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাবে ২৯ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত ডিইউজে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ভোট গ্রহন শেষে নির্বাচনী ফলাফলে কুদ্দুস আফ্রাদ সভাপতি, সাজ্জাদ আলম তপু সাধারণ সম্পাদক ও এম জিহাদ সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন। নির্বাচনে ভোট গ্রহন শেষে ভোট গগনা পরে রাত ৯টা ৩৫ মিনিটে নির্বাচন কমিশনার কাশেম হুমায়ুন এ ফলাফল ঘোষণা করেন।

ডিইউজের অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক বান্ধব সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএসএফ নেতৃবৃন্দ। শনিবার রাত ১০টায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানানোর মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক সংগঠন ডিইউজের নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার রক্ষার আন্দোলনে পূর্বের চেয়েও আরো গতিশীল হয়ে কাজ করার আহবান জানান।

বিবৃতিতে বিএমএসএফ নেতৃবৃন্দ আরো বলেন, দেশের গণমাধ্যম অঙ্গনে চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সকল সাংবাদিক সংগঠনসমুহকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। কুলীন সাংবাদিক ও সংগঠনের কারনে দেশের সাংবাদিকদের মাঝে ঐক্য বিনষ্ট হচ্ছে। বিএমএসএফ সাংবাদিকদের মাঝে ঐক্য গড়ে তুলতে কাজ করছে। সেক্ষেত্রে বিএমএসএফ’র পাশাপাশি সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের দাবী পুরনে ঐক্যমত পোশন করবে ডিইউজে সংগঠন নেতৃবৃন্দ। সেই সাথে নবনির্বাচিত নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যমত পোশন করবেন।
নির্বাচনে ডিইউজে সাবেক সভাপতি আবু জাফর সূর্য ৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন। জনাব কুদ্দুস আফ্রাদ ৬৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

সবশেষে পেশাদার সাংবাদিকদের অধিকার, দাবি ও মর্যাদা রক্ষার জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে ডিইউজের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ