রিমন মিয়া কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় ১শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মধু মিয়া (২৮)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কুলাউড়া উপজেলার মুড়ইছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মধু কুলাউড়া উপজেলার বুধপাশা এলাকার নোয়াব উল্লাহর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাশ ও মাসুদ আলম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
থানা সূত্রে জানা গেছে, আটক মধুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হবে।