আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ উদযাপিত

 

কক্সবাজার প্রতিনিধি :

দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন,নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”এপ্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় মহেশখালী উপজেলাতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ ইং উদযাপিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ ইং শুভ উদ্বোধন হয়।১৩ই অক্টোবর সকাল ১১টার সময় ভিডিও কনফারেন্স উপভোগ পরবর্তীতে মহেশখালী উপজেলার টিডিসি হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি সুইচিংমং মারমার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম,উপজেলার সিনিয়র মৎস্য অফিসার আব্দুর রহমান রহমান খান,সমবায় অফিসার এম,জি মাসুদ কুতুবী,কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড়ার ছালেহ আহম্মদ,স্থানীয় সাংবাদিকবৃন্দ,বিভিন্ন এনজিও সংস্থার সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ