আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

পাইকগাছা উপজেলা পরিষদ উপনির্বাচনে গণবিজ্ঞপ্তি

 

জিয়াউল ইসলামঃ ব্যুরোপ্রধান খুলনাঃ

খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ২০ অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উপজেলার সকল ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে চলবে।

উক্ত নির্বাচনি এলাকায় ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘন্টা অর্থাৎ ১৮ অক্টোবর দিবাগত রাত একটার পর থেকে কোন জনসভা, মিছিল ও শোভাযাত্রা আহবান বা তাতে যোগদান করা যাবে না।

আবার, ভোট গ্রহণ শুরুর পরবর্তী ৬৪ ঘন্টা অর্থাৎ ২২ অক্টোবর দিবাগত রাত একটা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কোন ব্যক্তি উক্ত আদেশ লঙ্ঘন করলে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ৭৪ (১) বিধি অনুযায়ী অনূন্য ছয় মাস ও অনধিক পাঁচ বছর কারাদন্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি ব্যয় ১০ লাখ টাকার অধিক হতে পারবে না।

খুলনার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসারের এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ