নিজস্ব প্রতিবেদক
সিংগাইরে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেওয়ার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ ফেব্রুয়ারী সিংগাইরে বন্ধুকে অপর বন্ধু হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেয়।
২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাকা থেকে ইমরান নামের ওই আসামিকে গ্রেপ্তার করে সিংগাইর থানা পুলিশ। এর আগে পূর্ব শত্রুতার জেরে গত ১৮ ফেব্রুয়ারী সিংগাইরে বন্ধুকে অপর বন্ধু ইমরান হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেয়।
নিহতের নাম আলিফ (২০), সে মানিকগঞ্জ সদরের আব্দুল আলীর ছেলে। গ্রেফতার ইমরান (২১) একই এলাকার জামাল মোল্লার ছেলে।
নিহত আলিফ গলায় গামছা
পুলিশ জানায়, চলতি মাসের ১৮ ফেব্রুয়ারী তালেরপুর ইউনিয়ন চর গোলড়ায় আগুনে পুড়িয়ে দেওয়া লাশ উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ।
নিহত আলিফ মানিকগঞ্জ সদরের আব্দুল আলীর ছেলে চর গোলড়া তার নানীর বাড়িতে থেকে ঢাকায় চাকুরী করতো। সিংগাইর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, প্রযুক্তির সাহায্য নিয়ে শুক্রবার সকালে ঢাকার সূত্রাপুর থেক গ্রেপ্তার করা হয়ে ইমরান কে।
তিনি আরও বলেন, ঘাতক ইমরান নিহত আলিফের কাছে কিছু টাকা পেতো এবং পৃর্ব শত্রুতার জেরেই আলিফ কে হত্যা করে ইমরান একাই। হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় যাতে নিহতের পরিচয় জানতে না পারে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সাত্তার মিয়ার নির্দেশে এসআই আনোয়ার হোসেন অভিযানে নামে ঘাতককে ধরার জন্য। তার ধারাবাহিকতা ২৮ শে ফেব্রুয়ারিতে শুক্রবার সকালে ঢাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করে সিংগাইর থানায় নিয়ে আসেন বলে জানায় এসআই আনোয়ার হোসেন। আগামীকাল মানিকগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করবে বলে জানা যায়।