আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

তাহিরপুরে স্যানক্রেট ওয়েলফেয়ার ফাউন্ডেশন (SWF), রিকল ২০২১ প্রকল্প সভা অনুষ্ঠিত

 

তানভীর আহমেদঃ
বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা আওতাধীন দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদে, OXFAM এর সহযোগিতায় স্যানক্রেট ওয়েলফেয়ার ফাউন্ডেশন (SWF), রিকল ২০২১ প্রকল্প ১২/১০/২০২০ সভা অনুষ্ঠিত।

তারা স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদের অর্থনীতি ও বাজার সম্প্রসারন বিষয়ক ত্র্যডভোকেসী পালন করেন, স্থানীয় সদস্যদের ভিবিন্ন কাজে মনোনিবেশ করার লক্ষে, এখানে উপস্থিত ছিলেন, স্যানক্রেট ওয়েলফেয়ার ফাউন্ডেশন (SWF), রিকল ২০২১ প্রকল্পের সহায়ক হিসেবে, ফিল্ড ফ্যাসিলিটেটর, মোঃ মনোয়ার হোসেন মিলন, ব্রাক (PO) প্রানেশ চন্দ্র, ও (SWF-Eucso Project) হালিমা আক্তার, সহ বিভিন্ন সংঠনের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এবং প্রডিউসার/ উৎপাদক ও দলের সদস্য বৃদ্ধ

ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ার হোসেন মিলন, উক্ত সভায় বক্তব্য প্রদান কালে প্রকল্প কতৃক অনুদানকৃত সকল কিছু ব্যাবহারের, ও উপকারিতা সম্পর্কে তুলে ধরেন, তিনি আরো বলেন আমাদের সকল লক্ষ উদ্দেশ্য গুলো বাস্তবায়ীত করতে হলে সকল সদস্যদের মনোযোগ সহকারে কাজ করতে হবে।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ