আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ ইং

ফেনীতে মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ

আলাউদ্দিন সবুজ,ফেনী প্রতিনিধি

ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুনবী (বিপিএম,পিপিএম) বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এ এন এম নুরুজ্জামান – এর সার্বিক তত্বাবধানে এসআই- মোঃ মোতাহার হোসেন(পিপিএম) এর নেতৃত্বে এএসআই- মোঃ ফয়েজ আহম্মদ ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৬শে ফেব্রুয়ারী রাতে ফেণী মডেল থানাধীন পিটিআই জেল গেইট সংলগ্ন নিউ ফেনসি রাবার ষ্ট্যাম্প ও ক্রেস্ট গ্যারারীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১.মাঈন উদ্দিন হৃদয় (২৩), পিতাঃ মৃত রফিকুল ইসলাম, মাতাঃ জোহরা বেগম প্রঃ পাখী, সাংঃ নর সিংহপুর(আঃ ছোবাহানের নতুন বাড়ী) , থানাঃ কবিরহাট, জেলাঃ নোয়াখালী কে আটক করে তার হেফাজত থেকে ১৫৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানায় পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ