আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

দেশ বরেণ্য শল্য চিকিৎসক একুশে পদকপ্রাপ্ত,বায়ান্ন’র ভাষা আন্দোলনের ভাষা সৈনিক   ডঃ মির্জা মাজহারুল ইসলাম আর নেই 

মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক :

দেশ বরেণ্য শল্য চিকিৎসক একুশে পদকপ্রাপ্ত,বায়ান্ন’র ভাষা আন্দোলনের ভাষা সৈনিক,সাবেক প্রিন্সিপাল ঢাকা ,সাবেক প্রিন্সিপাল চট্রগ্রাম,সাবেক প্রিন্সিপাল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সাবেক মহাপরিচালক বারডেম, সাবেক চিপ কন্সাল্টেন্ট সার্জারি বারডেম ঢাকা, ডঃ মির্জা মাজহারুল ইসলাম (৯৬) বার্ধক্য জনিত অসুস্থ্যতায় সংকটাপন্ন অবস্থায় বারডেম হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন ছিলেন । আজ রবিবার সকাল ০৯ ঘটিকায় তিনি ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আরেক বরেণ্য চিকিৎসক বিশিষ্ট ইউরোলজিষ্ট ডঃ প্রফেসর মির্জা ফয়সাল সাহেব এর পিতা। দেশের অসংখ্য চিকিৎসকের শিক্ষাগুরু, টাঙ্গাইলের কালিহাতি চারান এর কৃতি সন্তান তিনি । আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক  আমিন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ