আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ভূরুঙ্গামারী উপজেলায় জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী বিজয়ী

 

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধি :

শনিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩ জন এবং দলীয় প্রার্থী ২ জন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন নূর আলম প্রতীক মোটরসাইকেল, শাহীন সুলতান প্রতীক অটোরিকশা ও জাহাঙ্গীর আলম উজ্জ্বল প্রতীক ঘোড়া। অপরদিকে দলীয় প্রার্থীরা হলেন ধানের শীষ প্রতীকে বিএনপির গোলাম রব্বানী তালুকদার বাদল এবং নৌকা প্রতীকে আওয়ামী লীগের সাখাওয়াৎ হোসেন সানোয়ার।ইউনিয়নটির ১৪ হাজার ৪৮৩ জন ভোটারের জন্য সকাল ন’টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতীহীন ভাবে ৯টি কেন্দ্রের ৪২টি বুথে ভোট গ্রহণ চলে।ভোট গ্রহণ শেষে ভোট গননা শেষে রাতে উপজেলা রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন।এতে আওয়ামীলিগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে জনাব সাখাওয়াৎ হোসেন সানোয়ার বেসরকারি ভাবে নির্বাচিত হন। তিনি ২৮২৯ (দুই হাজার আটশত উনত্রিশ ) ভোট পেয়েছেন। তার নিকটবর্তী প্রতিদন্দী ঘোড়া প্রতিক নিয়ে জনাব জাহাঙ্গীর আলম উজ্জ্বল ২৩৪৮ ( দুই হাজার তিন শত আটচল্লিশ) এবং ধানের শিষ প্রতিক নিয়ে গোলাম রব্বানী তালুকদার পেয়েছেন ২৩০৬ (দুই হাজার তিন শত ছয় ভোট। অটোরিক্সা প্রতিক নিয়ে শাহিন সুলতান ২৫৯, (দুইশত উনষাট),নুর-আলম মটর সাইকেল প্রতিক নিয়ে ৬২ ( বাষট্টি) ভোট, উক্ত উপ নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ ভাবে শান্তি পুর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ