আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

নদীর পানি কমলেও রানীনগর মিরাট ইউনিয়নের মানুষ পানি বন্দি

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

চারিদিকে উঁচু রাস্তা মাঝখানে মিরাটের বিল যার ফলে একদিকে বন্যার পানি প্রবেশ করছে পনি কোন দিক বের হতে পারছেনা অন্য দিকে বৃষ্টির পানি হওয়ায় বিলের পানি বৃদ্ধি হচ্ছে, এবং বিলে চারি ধারে থাকা গ্রামবাসির ঘর গুলো পানির তলে নেমে যাচ্ছে যার ফলে নদীর পানি কমলেও রানীনগর মিরাট ইউনিয়নের মানুষ পানি বন্দি। যেখানে পনি বন্দি দূভোগে পরছে মিরাট ইউনিয়নের মিরাট, হামিদপুর,ধনপাড়া,জালালাবাদ, মিঠাপুর, কুড়িয়াপাড়া,গুরিয়া চান, বড়খুল এসব এলাকার বাসিন্দারা পানিতে এখন অতিষ্ঠ। মসজিদ গুলো অনেক জায়গায় পানিতে ডুবে আছে বিভিন্ন বাজার গুলোতে পানি, বিভিন্ন যায়গায় পুকুর ডুবে যাওয়ার কারনে মানুষ গুলো এখন পানিতে মাছ শিকারের ব্যাস্ততা সময় কাটায়তেছে মাঠের ধান সবগুলো ডুবে গেছে এদিকে অনেক মানুষ গরু ছাগল নিয়ে চরমভাবে হতাশাগ্রস্থ। এখানে সরকারী ত্রান অতীব জরুরী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ