নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে লোহার শাবলের আঘাতে প্রাণ গেলো পিতার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার দোসাইদ কলেজ রোডে এ ঘটনা ঘটে। এসময় হত্যাকারী লিমন ও তার মাকে আটক করে পুলিশে খবর দিয়েছে স্থানীয় জনতা।
দোসাইল এলাকায় জয়নাল ডাক্তার(৪৫) নিজ বাসভবনে লিমন(২২) তার পিতার মাথায় শাবল দিয়ে কয়েকটি আঘাত কারনে জয়নাল এর মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে সন্ধার দিকে আশুলিয়া থানায় পুলিশ লিমন ও তার মাকে আটক করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক সামিউল ইসলাম জানায় সন্ধার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃত জয়নালের লাশ উদ্ধার করে এবং হত্যার সাথে জড়িত লিমন ও তার মাকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানায়।
আশুলিয়া থানার হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে ও জানা যায়।