আব্দুল্লা আল মামুন :
ধর্ষকদের ফাসি চাই য ৮ই অক্টোবর দুপুরে ১ ঘটিকায় এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে সাম্প্রতিক সিলেটে এম সি কলেজে ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘটে যাওয়া দুইটা ঘটনা থেকে তা একেবারেই পরিষ্কার। বৃহস্পতিবার বেলা ১.১০ ঘটিকায় ধর্ষকদের ফাসি চাই স্লোগানে প্রতিবাদ মিছিলটি গ্রিন বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস থেকে শুরু করে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ঘুরে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসে।
প্রতিবাদ মিছিল শেষে ধর্ষকদের ফাসি চাইসহ বিভিন্ন ব্যানার হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।