নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে হাফিজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের বস্তাবন্দি রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা।
এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাইয়ের শোলাকুড়িয়া কবরস্থান সংলগ্ন সড়কের পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাফিজ উদ্দিন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে নিহতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধকে কেউ হত্যা করে মরদেহ ওই রাস্তার পাশে ফেলে রেখে যায়। নিহতের মাথায় ও শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।