আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

শমশেরনগর হাসপাতাল ও উপাধ্যক্ষ ডঃ মোঃ আব্দুস শহীদ এমপি প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

হাফিজুল হক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের মরাজানের পাড় গ্রামে শমশেরনগরের প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড,মোঃ আব্দুস শহীদ এম,পি প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টিত হয় গত ৭/১০/২০২০ ই রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার – ৪ নিবার্চনী আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ মহোদয়, সভাপতি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সম্মানিত সিনিয়র পুলিশ সুপার জনাব আশরাফুজ্জামান, কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিম চৌধুরী প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক কন্ঠশিল্পী সেলিম চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন শমশেরনগরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।অনুষ্ঠানটি আয়োজন করে প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি।হাসপাতালের প্রশাসনিক ভবন নির্মাণের জন্য অনুষ্টানের প্রধান অতিথি ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষনা দেন এবং ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।উল্লেখ যে,যুক্তরাজ্য প্রবাসী দম্পতির দানকৃত ভূমিতে শমশেরনগরের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ