আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধর্ষকদের বিচারের দাবিতে ধর্ষন বিরোধী মিছিল পালন করছেন কুলাউড়া উপজেলা ছাএলীগ

 

রিমন মিয়া কুলাউড়া উপজেলাঃ

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ধর্ষকদের বিচারের দাবিতে ধর্ষণ বিরোধী মিছিল ও আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেছে কুলাউড়া উপজেলা ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মোতাবেক বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় হাতে একটি করে মোমবাতি জ্বালিয়ে কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন ছাত্রলীগ নেতারা। এরপর শহরে ধর্ষণ বিরোধী একটি মিছিল করেন তারা।

কর্মসূচিতে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধর্ষকদের বিচারের দাবি জানিয়ে ছাত্রলীগ নেতারা বলেন, ধর্ষকদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। তাহলেই কেবল ধর্ষণের সংখ্যা কমে আসবে।এবং তাদের কটিন শাস্তির আওতায় নিতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ