ইমাম হোসেন : ঝালকাঠি প্রতিনিধি
মানুষের বিবেক জাগ্রত করতে ঝালকাঠিতে ‘আমরা মানবিক হই’ স্লোগান নিয়ে প্রথম আলো বন্ধুসভার সাইকেল র্যালি অনুষ্ঠিত।
ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভা কতৃক আয়োজিত সাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত। ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুসভার সভাপতি মো. শাকিল হাওরাদার রনির সভাপতিত্বে সাইকেল র্যালির উদ্বোধন করেন বন্ধুসভার উপদেষ্টা ও টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রবীন সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, আঙ্গিনা সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী ডালিয়া নাসরিন, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ ও সমাজসেবক ছবির হোসেন ” আমরা মানবিক হই ” স্লোগানের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বন্ধুসভার সাধারণ সম্পাদক উজ্জ্বল রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১৩ জন সদস্য বিশিষ্ট সাইকেল র্যালিটি নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।