মতিউর রহমানঃ পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ১৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন-এ’র ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর হল রুমে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, ডা. পার্থ মিস্ত্রী, ডা. ফাহাদ, এমটি.পিএ এ.বি.এম আনিসুল হক প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা ভিটামিট এ সম্পর্কে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রদান করেন। উপজেলার ৫টি ইউনিয়নে ১৫টি ওয়ার্ডে ১২১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত এ কার্যক্রম ১৪ দিন ব্যাপী চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী এবং ১২ মাসে থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ভিটামিন খাওয়ানো হবে।