আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

সিরাজগঞ্জে ডিবির অভিযানে ১০কেজি গাঁজাসহ আটক ৩ 

 

সিরাজগঞ্জ, প্রতিনিধি:

সিরাজগঞ্জে জেলা ডিবি পুলিশের (গোয়েন্দা শাখা) বিশেষ অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম জেলা কামাল খামার মধ্যপড়া গ্রামের গোলাপ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩০) ও নাটের জেলার বড়াইগ্রাম থানাধীন খিদিরপুর গ্রামের আলমগীর হোসেন ছেলে তুষার হোসেন (২১)এবং একই জেলার মধ্য উপল শহর মধ্য পাড়া গ্রামের ফজল মিয়া মেয়ে শম্পা আক্তার (২০)।
শনিবার (৩ অক্টোবর) সকালে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপার, হাসিবুল আলম (বিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার (২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ চন্দ্র চৌধুরী, এএসআই বিকাশ চন্দ্র সরকার , সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় রাত্রি ৩ টার দিকে জেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নে ধোপাকান্দি গ্রামস্থ আল আরোবীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ফাঁকা জায়গায় প্রায় ১০ কেজি গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল জব্দ করে মাদকদ্রব্য আইনে সলঙ্গা থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ