আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক : শামীম হোসেন

 

আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ শাহিন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএমপি গোয়েন্দা বিভাগ (পূর্ব)। এ ঘটনায় অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি গোয়েন্দা বিভাগের (পূর্ব) উপ-পরিদর্শক সুলতান মাহমুদ চৌধুরী।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিন মানিকগঞ্জ জেলা সদর থানার ভাটবাউর এলাকার আব্দুর রহিমের ছেলে। এঘটনায় পলাতক ডলার (৩০) এর বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

ডিএমপি গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি ট্রাক জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডলার (৩০) নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও শাহিন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিএমপি গোয়েন্দা বিভাগের (পূর্ব) উপ-পরিদর্শক সুলতান মাহমুদ চৌধুরী জানান, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এব্যাপারে শাহিন ও পলাতক ডলারের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ