আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

মানিকগঞ্জ এসোসিয়েশন অফ ধামরাই এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জ এসোসিয়েশন অফ ধামরাই এর প্রথম নির্বাচনী সভা শুক্রবার (২ অক্টোবর) ধামরাই ঢুলিভিটা নিকটস্হ মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলাবাসীর আয়োজনে এ কাউন্সিলে ডাঃ এমএ রউফ সভাপতি ও রাজিব হাসান কে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ও একটি উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা-২০ ধামরাইয়ের মানণীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র একান্ত সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন।
এ’নির্বাচনী সভায় প্রায় পাঁচ শতাাাধিক সদস্য উপস্থিত ছিলেন বলে জানা যায়।
উল্লেখ্য- গত জানুয়ারি -২০২০ এ আমরা মানিকগঞ্জের মানুষ, ধামরাই থাকি- এই শ্লোগানকে প্রতিপাদ্য মানিকগঞ্জ জেলা বাসী ধামরাইয়ে বসবাসকারী সকলের সার্বিক কল্যানার্থে একটি সংগঠন গড়ে তোলা হয়েছিল যার নাম দেওয়া হয়েছে মানিকগঞ্জ এসোসিয়েশন অফ ধামরাই। একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছিল উক্ত আহবায়ক কমিটির উদ্যোগে কমিটির আহবায়ক ডাঃ এম এ রউফ এর সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা বাসীর পাঁচ শতাধিক সদস্যদের উপস্থিতিতে এ’নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এ’সময় আলোচনা পর্যালোচনা করে সভায় উপস্হিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মানিকগঞ্জ জেলাবাসীর যে কারোর সমস্যা হলে এ’সংগঠন তার পাশে থেকে তার সমাধানে কাজ করবে।
মানিকগঞ্জ এসোসিয়েশন অফ ধামরাই সংগঠন এর নবনির্বাচিত কমিটি –
ডাঃ এম এ রউফ – সভাপতি
অ্যড্ আবুল কালাম মিজানুর রহমান – সহ-সভাপতি
মোঃ আবুল হোসেন – সহ-সভাপতি
কাজী রাজিব হাসান – সাধারণ সম্পাদক
কাজী জাহিদ হাসান মনির – যুগ্ম সাধারণ সম্পাদক
হামিদা আক্তার মুন্নি – কোষাধ্যক্ষ
মোঃ জালাল উদ্দিন – সাংগঠনিক সম্পাদক
মোঃ জালাল হোসেন -দপ্তর সম্পাদক
মোসাঃ আমেনা আক্তার – স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক
কেএম নুরুল ইসলাম – প্রচার ও প্রকাশনা সম্পাদক
মোঃ নাজমুল ইসলাম – শিক্ষা ও ক্রীড়া সম্পাদক
মোঃ জাফর হোসেন – ত্রাণ ও সমাজ কল্যান সম্পাঃ
আব্দুল আলীম – সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক
মোঃ মিজানুর রহমান – ধর্মবিষয়ক সম্পাদক
মোসাঃ সেলিনা আক্তার – মহিলা বিষয়ক সম্পাদক
অ্যাড্ মোঃ আবুল হোসেন – আইনবিষয়ক সম্পাদক
সামাদ পারভেজ – কৃষি বিষয়ক সম্পাদক
মোঃ আফসার মোল্লা – শ্রম ও জনশক্তি সম্পাদক
কার্যনির্বাহী সদস্য – মোঃ বিল্লাল হোসেন, আবুল বাশার, নজরুল ইসলাম, কবীর, আরিফুল ইসলাম, তুহিন সহ মোট নির্বাহী সদস্য মোট ৯ জন। ও একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ