আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

হালদায় অভিযান ৪ ইঞ্জিন চালিত নৌকা ধংস

 

ফটিকছড়ি প্রতিনিধিঃ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত ৪টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ (মঙ্গলবার) বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন।

এছাড়া, সোমবার রাতে উত্তর মাদার্শার ইউনিয়নের হালদা অংশে অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদার মা মাছ, ডলফিন রক্ষা, জীব-বৈচিত্র্য অবাধ ও নিরাপদ বিচরণের জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার সাত্তার ঘাট এলাকায় হালদা নদীতে অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের সময় এগুলো জব্দ করা হয়।
তাৎক্ষণিক ভাবে নৌকা গুলো ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ