আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি

 

ঝালকাঠিতে বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সচেতনতার লক্ষ্যে জেলা তথ্য অফিসের অায়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের অাওতায় উঠান বৈঠক ও লোকসঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় জেলার কাঠালিয়া উপজেলাধীন লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে কাঠালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম কবির সিকদার, বিদ্যালয় সভাপতি মোঃ লুৎফুর রহমান শাহরিয়ার, প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির শাহীন, কাঠালিয়া শিক্ষক সমিতির সভাপতি মোঃ নুরুল অালম মিলন, স্থানীয় মোঃ মিজানুর রহমান খসরু, রেজাউল ইসলাম মামুন সহ প্রায় শতাধিক অভিভাবক নারী- পুরুষ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ