পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক তথা জেলায় উদ্বেগজনক ভাবে বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা রোধে অটোরিক্সা-ভ্যানের অতিরিক্ত এলইডি লাইট জব্দ করছে পুলিশ।আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে হাতীবান্ধা থানা পুলিশ বেশ কিছু অটোরিক্সা-ভ্যানের অতিরিক্ত এলইডি লাইট জব্দ করে ধ্বংস করেছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ব্যাটারী চালিত অটোরিক্সা-ভ্যানসহ কিছু ছোট যানবাহনে অতিরিক্ত আলোর জন্য এলইডি লাইট সংযোগ করেছেন অনেকেই। এসব লাইট নিদিষ্ট থাকায় উচু-নিচু করার সুযোগ নেই।
ফলে, বিপরীত গামী পথচারী ও যানবাহনের চালকদের চোখের সমস্যা হচ্ছে এবং এ সময় দেখতে না পেয়ে অনেকেই গাড়ি গর্তে ফেলে দুর্ঘটনার শিকার হচ্ছেন। ঘটছে ছোট থেকে বড় ধরনের দুর্ঘটনা।মানব চোখের ও পথ চলাচলে সমস্যার কারনে দীর্ঘ দিন ধরে স্থানীয়রা এসব অতিরিক্ত এলইডি লাইট অপসারণের দাবি তুলে আসছে।স্থানীয়দের দাবির কারনে প্রথম দিকে পুলিশের পক্ষ থেকে এসব এলইডি লাইট অপসারণ করতে চালকদের মাঝে প্রচারনা করে সতর্ক করা হয়। সতর্ক অমান্য করে যারা অপসারণ করেননি তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।