খাদিমুল-আদিতমারী : লালমনিরহাট
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পলাশী ইউনিয়নের স্থায়ী নাগরিকদের বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী দের নতুন করে ভাতা সুবিধা দিতে তালিকা যুক্ত করতে আদিতমারী উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী যাচাই-বাছাই শুরু হয় সকাল দশটা হতে।আজ ২৫/০২/২০২০ ইং রোজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্তরে যোগ্যতা ভিত্তিতে যাচাই-বাছাই পর্বে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃজেসমিন আক্তার।আদিতমারী উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুজ্জামান সহ ইউনিয়ন ভিত্তিক সমাজকর্মী ও পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব শওকত আলী সহ মেম্বারদের সহযোগিতায় সুষ্ঠভাবে কর্মসূচী শেষ হয়েছে বেলা একটায়।
নতুন ভাতা করতে আসা এক বয়স্ক ব্যাক্তি সাক্ষাৎকারে বলেন-আমার বয়স ৬৬ বছর চলছে। সরকারের দেয়া ভাতা পেলে উপকৃত হবে বলে জানান তিনি।অপর এক সাক্ষাৎ কারে এক প্রতিবন্ধী বলেন, আমি জন্ম থেকে চোখের সমস্যায় ভুগতেছি, এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছি।সরকারীভাবে ভাতা পেলে উপকৃত হবো।
পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আগামীর সংবাদ কে জানায় আমার ইউনিয়নে শতভাগ ভাতাভোগিদের যাচাই-বাছাই তালিকা প্রস্তুত করে ভাতা প্রদান করা হবে।