আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

নওগাঁর কাশিয়াবাড়ীতে এক যুবতীর ভাসমান লাশ উদ্ধার

মোঃফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে অজ্ঞাতনামা যুবতীর (২২) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে উপজেলার কাশিয়াবাড়ী স্লুইচগেট সংলগ্ন খাল হতে অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। লাশের মাথা মুখমন্ডল গলা এবং হাত ও পায়ে পোড়ার চিহ্ন রয়েছে।

আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, কয়েকদিন হতে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। রাতের কোন সময় হয়তোবা লাশটি উজান হতে ভেসে এসেছে। রোববার সকালে লাশ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বোঝা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ