আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

কক্সবাজার সমুদ্র সৈকতের মাঝখানে জিওব্যাগ, সৌন্দর্য্য হারাচ্ছে সৈকতের

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার সমুদ্র সৈকতের মাঝখানে জিওব্যাগ দিয়ে বাঁধ নির্মাণের ফলে সৌন্দর্য্য হারাচ্ছে সৈকতের । বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত । সাগর সৈকতের টানে ছুটে আসে দেশি বিদেশি পর্যটক । কিন্তু সেই সৈকতকে দ্বিখণ্ডিত করার অভিযোগ ইনানীর হোটেল রয়েল টিউলিপ এর বিরুদ্ধে । সৈকত দ্বিখণ্ডিত করা নিয়ে কক্সবাজারের বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্ট হয়েছে। গত কয়েকদিন ধরে কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত তারকা মানের হোটেল রয়েল টিউলিপ কর্তৃপক্ষ সৈকতকে দ্বিখণ্ডিত করার জন্য জিও ব্যাগ ফেলেছে । তবে হোটেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি । স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, সমুদ্র সৈকতে এমন বাঁধ তৈরি করে বঙ্গোপসাগরের স্বাভাবিক স্রোতে জলজ-জীববৈচিত্রের আবাসভূমিতে বাঁধাগ্রস্ত হচ্ছে । তাদের দাবি পরিবেশ বিধ্বংসী কাজ অবিলম্বে সরিয়ে নেয়া হোক । পাশাপাশি যারা এসব কাজে জড়িত তাদেরকে পরিবেশের ক্ষতির দায়ে আইনের আওতায় আনা হোক । আর সাগরতীর পরিবেশ সংকটাপন্ন (ইসি) এলাকা হলেও এখানে পরিবেশ বিধ্বংসী কাজ নিয়ে সাধারাণ মানুষের মাঝে ক্ষোভের শেষ নেই । তাদের মতে, পুঁজিবাদ আর পর্যটনের ধোঁয়া তুলে সাগর সৈকত গ্রাস করার পরিকল্পনা বন্ধ করা হোক । এব্যাপারে জেলা প্রশাসক মো.কামাল হোসেন বলেন, কক্সবাজার সৈকতে গণবিরোধী কোনও কাজ করতে দেয়া হবে না । সৈকতে জেটি নির্মাণ সংক্রান্ত একটি মামলাও চলমান বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ